পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা! - Southeast Asia Journal

পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্তদের এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩রা আগস্ট) উপজেলার জামতলী সুপারি বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ উল্ল্যাহ।

জানা যায়, উপজেলার জামতলী সুপারি বাগান এলাকায় বুলডোজার দিয়ে পাহাড় কেটে ট্রাক দিয়ে মাটি পরিবহন করার সময় বুলডোজার এবং ট্রাক জব্দ করা হয়। এসময় বুলডোজার এর চালক চাইথোয়াই এবং সহকারী মোঃ ইসমাইলকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম মোহাম্মদ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।