৪৩ বিজিবির অভিযানে মাদক ও বিপুল পরিমান বিদেশী টাকাসহ আটক ১ - Southeast Asia Journal

৪৩ বিজিবির অভিযানে মাদক ও বিপুল পরিমান বিদেশী টাকাসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক:

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোনের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রুমা আক্তার (২৫) নামে এক মহিলাকে গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমান বিদেশী টাকাসহ আটক করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, গত ৩রা আগষ্ট রাত আনুমানিক এগারোটার সময় ৪৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তারিকুল হাকিম’র সার্বিক নির্দেশনায় হেয়াকো বিওপি’র একটি বিশেষ টহল দল কর্তৃক হেয়াকোস্থ গজারিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৭৪৯ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা ও ২৩,৫৬,২৮৯ (তেইশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশত ঊননব্বই) টাকা মূল্যের ৬ দেশের (জিম্বাবুয়ে, ভারত, সৌদি আরব, কাতার, ওমান এবং যুগোস্লাভিয়া) বৈদেশিক মুদ্রাসহ রুমা নামের উক্ত মহিলা আসামীকে আটক করা হয়।

আটককৃত রুমা চট্টগ্রামের ভূজপুর থানার হেয়াকোস্থ গজারিয়া এলাকার মোঃ জহিরুল ইসলামের স্ত্রী।

বিজিবি আরো জানায়, আটককৃত আসামীসহ মাদকদ্রব্য এবং বৈদেশিক মুদ্রা ভূজপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।