জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ব আদিবাসী দিবস পালন
![]()
নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট। এর কদিন পরেই এবার ঈদুল আজহা। তাই এ বছর দিবসটির কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হলো চার দিন আগেই।
জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী ফোরামের সভাপতি ও জেএসএস প্রধান সন্তু লারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বললেন, পাহাড়ে কী সমতলে, নৃগোষ্ঠীর মানুষের মধ্যে সার্বক্ষণিক ভীতির আবহ বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন অনেকাংশে হলেও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে পাহাড়ে শান্তি আসবে না।

মিজানুর রহমান বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিরাপত্তার জন্য হুমকি—এমনটাই শাসক চক্রকে বুঝিয়েছে আমলাতন্ত্র। এ ধারণা অমূলক, বিভ্রান্তিকর, অযৌক্তিক। তবে এখন বাংলাদেশে আর কোনো যুক্তি খাটে না।
সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ২৫ বছরের সংঘাতের পর পার্বত্য চুক্তি শেখ হাসিনার দূরদর্শিতার নিদর্শন। কিন্তু এর পূর্ণ বাস্তবায়ন না হওয়াটা লজ্জার বিষয়।
মেনন বলেন, ‘সামরিক শাসক জিয়াউর রহমান চর থেকে নদীভাঙা মানুষকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত করেছিলেন। এইচ এম এরশাদের সময় এ ধারাবাহিকতা ছিল। এরা এসব মানুষকে পাহাড়িদের বিরুদ্ধে সংঘাতে ঠেলে দিয়েছে। তবে আজও পার্বত্য চট্টগ্রামে জিয়া ও এরশাদের দৃষ্টিভঙ্গিই বলবৎ আছে।’
‘আদিবাসী দিবস’ জাতীয়ভাবে পালন না করার জন্য সমালোচনা করে মেনন বলেন, ‘এখন দিনটি পালনে নানা বাধা আসে। ফোন করে, সার্কুলার দিয়ে দিবস পালনে বাধা দেওয়া হয়।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল এটাই যে, কোনো জাতি অন্য জাতির ওপর শোষণ করবে না, নিপীড়ন করবে না। কিন্তু সেই আদর্শ আজ বিচ্যুত। আমরা এখন নৃগোষ্ঠীর মানুষের অধিকার নতুন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছি। শোষণ আজও চলছে।’
আদিবাসী ফোরামের নেতা সঞ্জীব দ্রং বলেন, একটি রাষ্ট্রের রাজা-বাদশাহরা কতটা ভালো আছে তা দিয়ে কোনো দেশের অবস্থা বিবেচিত হয়। সেই দেশটিই সত্যিকারের গণতান্ত্রিক, যেখানে প্রান্তিক মানুষেরা ভালো থাকে, নিরাপদে থাকে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম প্রমুখ।