অস্ত্রসহ ইউপিডিএফ সমর্থিত যুবফোরামের সভাপতি গ্রেফতার!
 
                 
নিউজ ডেস্কঃ
রাঙামাটির বাঘাইছড়িতে প্রসীত পন্থি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ’র সহযোগী সংগঠন যুবফোরামের সাজেক শাখার সভাপতি সুমন চাকমাকে(৩৪) অস্ত্রসহ গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (৫আগষ্ট) দুপুরে সাজেক ইউনিয়নের গঙ্গারামের উজোবাজারে যুবফোরাম সাজেক শাখার সভাপতি সুমন চাকমা তার দলবল নিয়ে চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি এলজি, ১ রাউন্ড কার্তুজ, ৪টি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ৬ হাজার ৪৭৪ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সাজেক থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে সূত্রটি।
আটককৃত সুমন গত ১০ জুন বাঘাইছড়ি মারিশ্যা-দীঘিনালা সড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার অন্যতম সমন্বয়ক বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
