কাপ্তাইয়ে নৌবাহিনীর জনসচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান - Southeast Asia Journal

কাপ্তাইয়ে নৌবাহিনীর জনসচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির আয়োজনে ‘এডিস মশা ও ডেঙ্গু জ্বর’ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাইয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনায় প্রচার ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল এম জাহাঙ্গীর ও কাপ্তাই জেলা নৌ স্কাউট এর সম্পাদক মাহাবুব হাসান বাবুসহ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও নৌ সদস্যগন অংশগ্রহণ করে।

কর্মসূচীর শুরুতেই তাঁরা জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সমাবেশের আয়োজন করে। সমাবেশে সচেতনতামূলক কিছু ব্যানার ফেস্টুন টানানো হয় এবং এগুলোর ছবি দেখিয়ে উপস্থিত জনসাধারণ ও উক্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ডেঙ্গু জ্বর হলে কি কি করনীয় এ বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন নৌবাহিনী ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের সিনিয়র মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট এম রাফি-উল-হাসান।

সমাবেশ শেষে নৌবাহিনীর সদস্যগণ ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীগন কাপ্তাই এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে।

You may have missed