খাগড়াছড়িতে ১১ দিনে ডেঙ্গু আক্রান্ত ৪০ জন
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে ক্রমশ ডেঙ্গু নিয়ে শঙ্কা আর আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। কোনবানীর ঈদের ছুটিতে বাহিরের জেলা থেকে আগত রোগিদের মাধ্যমে ব্যাপক হারে ডেঙ্গু ছড়ানোর শঙ্কা প্রকাশ করছে স্থানীয়রা। ১১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০ জন।
আক্রান্তদের বেশির ভাগ ঢাকা থেকে আগত হলেও ইতিমধ্যে খাগড়াছড়ির স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়তে শুরু করেছে এ রোগ। তবে ডেঙ্গু মোকাবেলায় ইতিমধ্যে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে মনিটরিং সেল গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু শনাক্তের কীট পৌঁছলেও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার মুখী হয়ে পড়েছেন রোগীরা।
সূত্র মতে, গত ১১ দিনে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তাদের মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫ জন। অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক ১ রোগিকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তার মধ্যে ১১জন রোগি স্থানীয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির আবাসিক মেডিকেল অফিসার ডা.নয়নময় ত্রিপরা।
তিনি জানান, অন্য জেলার তুলনায় খাগড়াছড়িতে ডেঙ্গুর প্রভাব কম। তবে যারা আক্রান্ত হচ্ছে তারা বাহিরের জেলা থেকে আক্রান্ত হয়ে আসছে। ডেঙ্গুতে আতঙ্কিত হওয়া কিছু নেই। প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
