মানিকছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধন - Southeast Asia Journal

মানিকছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মানিকছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

১লা সেপ্টেম্বর রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামীলীগ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ‍ছিলেন।

পরে তিনটহরী বাজারের পার্শ্বে মানিকছড়ি খালের উপর ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মানিকছড়ি উপজেলার তিনটহরী চৌধুরীপাড়া মডেল পাড়াকেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি।