পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করল সেনাবাহিনী

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করল সেনাবাহিনী

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পিরোজপুরের কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গা উৎসবের সময় দুস্কৃতকারীরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এ জন্য মন্দিরে মন্দিরে অন্যান্য প্রশাসানের সাথে টহলে থাকবে সেনা সদস্যরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় কাউখালী উপজেলার শ্রী শ্রী মদন মোহন আখড়া বাড়ির সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম।

এর আগে মন্দির প্রাঙ্গণে কাউখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম, ক্যাপ্টেন আনাস আহমাদ আকাশ, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এস এম আহসান কবীর ও সদস্য সচিব এইচ. এম. দ্বীন মোহাম্মদ প্রমুখ।

উল্লেখ্য, এ বছর কাউখালী উপজেলায় ২৪টি পূজা মণ্ডপে দুর্গা পূজা উদ্‌যাপন হতে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed