ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি সেক্টর কমান্ডার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি সেক্টর কমান্ডার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি সেক্টর কমান্ডার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।

সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে কসবা পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরসহ অন্যান্য মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাবের বিন জাব্বারসহ অন্যান্য কর্মকর্তা, কসবা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

কসবা সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। এ সময় তিনি নির্বিঘ্নে পূজা উদযাপনে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।