সাভারে সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ আজ সাভারে অবস্থিত আরভিএন্ডএফ ডিপোতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ডিপোতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান আরভিএন্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন, সাভার এরিয়া কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান আরভিএন্ডএফ কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিকায়ন প্রসঙ্গে মতবিনিময় করেন। বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরভিএন্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, দীর্ঘদিনের ঐতিহ্য এবং দেশের সেবায় এই কোরের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; আরভিএন্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও জিওসি ৯ পদাতিক ডিভিশন; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আরভিএন্ডএফ কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন জিওসি ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক। সাভারের আরভিএন্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গৌরবমণ্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।