দূর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০ জন

দূর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০ জন

দূর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দূর্গম মদক সীমান্ত এলাকায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করেছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পে নারী-পুরুষ ও শিশুসহ ১২০ জনের বেশি স্থানীয় পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাগরিককে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

দূর্গম মদক সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০ জন

বিজিবির মানবিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি সীমান্ত এলাকার শান্তি, সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহমেদ সাব্বিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সীমান্ত অঞ্চলের দুর্গম জনপদে নিয়মিত মানবিক সেবা পৌঁছে দিতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *