খাগড়াছড়িতে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ ২ উপজাতি নারী আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ ২ উপজাতি নারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে ডিবি পুলিশের অভিযানে ৪৭০ পিস ইয়াবা ও নগদ ৪৩ হাজার টাকাসহ মহিনি চাকমা (৩৫) ও রত্না দেওয়ান (৩৫) নামের ২ উপজাতি নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে জেলা শহরের মিনি সুপার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মহিনি জেলার পানছড়ির মৃত নব কুমার চাকমার মেয়ে ও রত্না দেওয়ান জেলা সদরের ভাই-বোনছড়া এলাকার ভূবন চাকমার স্ত্রী।

জানা গেছে, পুলিশের সদর সার্কেল এএসপি রওনক আলমের নির্দেশনায় ও ডিবি পুলিশের ইন্সপেক্টর রাজু আহমেদের তত্বাবধনে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই খাগড়াছড়ি মিনি সুপার মার্কেট এলাকায় ক্রেতা সেঁজে ওৎ পেতে ছিলো ডিবি পুলিশ। পরে আটককৃত ২ উপজাতি নারী ইয়াবা ব্যবসায়ী মার্কেটে আসলে তাদের হাতে-নাতে আটক করে। এসময়ে তাদের দেহ তল্লাশী করে ৩টি প্যাকেটে মোট ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের ইন্সপেক্টর রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটকৃতদের জব্দকৃত ইয়াবা ও নগদ টাকাসহ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।