পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সভা সকাল (২২ সেপ্টেম্বর) ১১ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রনালয়ের সচিব মো: মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামের আনাছে-কানাছে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন রয়েছে। তিনি সভায় উপস্থিত মন্ত্রণালয়ে ন্যস্ত বিভাগ সমূহের সকলকে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুদত্ত চাকমাসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও ন্যস্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।