রামগড়ে অবৈধভাবে পাচারকালে ৪১.৫৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
অবৈধভাবে পাচারকালে খাগড়াছড়ি জেলার রামগড়ে অভিযান পরিচালনা করে ৪১.৫৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার আনন্দপাড়া থেকে এসব কাঠ জব্দ করে বিজিবির রামগড় বিওপিতে কর্মরত সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোন (৪৩ বিজিবি) এর অধীনস্থ অধীনস্থ রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার শেখ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত আনন্দপাড়া নামক স্থান হতে মালিক বিহীন ৪১.৫৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষে জব্দকৃত কাঠ নিকটস্থ রামগড় বনবিটে জমা করা হয়েছে।
রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
