বান্দরবানে যৌথ অভিযানে প্রায় ১ হাজার পিস ইয়াবাসহ ২ মারমা আটক - Southeast Asia Journal

বান্দরবানে যৌথ অভিযানে প্রায় ১ হাজার পিস ইয়াবাসহ ২ মারমা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৯২০ পিস ইয়াবা, ৭টি মোবাইল ফোন ও নগদ ৮৫৯০ টাকা সহ ২ মারমাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ইউ মং প্রু মার্মা (৩২) ও আবু ম্য মার্মা (২৮)। সবাই বান্দরবান সদরের ৪নং ওয়ার্ড মধ্যম পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সংবাদ পেয়ে যৌথ অভিযান চালিয়ে সোমবার বিকালে ৯২০ পিস ইয়াবা, ৭টি মোবাইল ফোন ও নগদ ৮৫৯০ টাকা সহ ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।

বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক দূর্জয় জানান, বান্দরবান ব্রিগেডের একটি সেনা টিম সহ পুলিশ যৌথ অভিযানে বান্দরবান পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড মধ্যম পাড়া এলাকা থেকে সোমবার বিকালে অপরাধীদের আটক করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করে তাদের আদালতে প্রেরণ করা হবে।