৩’শ পিস ইয়াবাসহ খাগড়াছড়িতে পুলিশের হাতে আটক ২ - Southeast Asia Journal

৩’শ পিস ইয়াবাসহ খাগড়াছড়িতে পুলিশের হাতে আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিনশত পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা সদরের শান্তি নগর এলাকা থেকে স্বামী-স্ত্রী পরিচয়দানকারী দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, জেলা সদর এলাকার পৌর ৯নং ওয়ার্ড হাজ্বী রফিক উদ্দিন এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৫) ও দীঘিনালা উপজেলার জামতলী এলাকার সামসুল হক ফরাজীর মেয়ে রোজিনা বেগম (২৯)। তারা উভয়েই বর্তমানে খাগড়াছড়ি পৌর শহরের শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

খাগড়াছড়ি সদর থানার সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) লিটন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আঃ রশিদ এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জাহেদুল কাদের, এএসআই (নিরস্ত্র) মোঃ ইকবাল হোসেন, এএসআই (নিরস্ত্র)১২২ হ্লাম্রাচিং মারমা এবং মোবাইল-১ ডিউটিতে নিয়োজিত থাকা এসআই (নিরস্ত্র)/মোঃ খায়রুল আলম, কং/৬০১ মোসলেম উদ্দিন, কং/৯৪০ মোঃ আশেকুল ইসলাম, কং/৯০৮ মোঃ আল আমিন সহ অভিযান পরিচালনা করলে তাদের নিকট থাকা ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। তারা দুইজন স্বামী স্ত্রী বলে জানা জায়।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আঃ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক) ধারায় অপরাধে আটককৃতদের বিরুদ্ধে অত্র থানায় মামলা দায়ের করা হয়েছে।