দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে মানবিক সহায়তা প্রদান করল রামগড় জোন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অসহায়-হতদরিদ্র ব্যক্তি ও প্রতিষ্ঠানে মানবিক সহায়তা প্রদান করেছে বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী রামগড় জোনের দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এসব সহায়তা প্রদান করা হয়।

সূত্র জানায়, জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেনের নির্দেশনায় মানবিক সহায়তার অংশ হিসেবে এদিন রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ বৈদ্যপাড়া, খাগড়াবিল, কয়লারমুখ, আধারমানিক, বাগানবাজার এবং রামগড় এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে ১০০টি শীতবস্ত্র, রামগড় ব্যাপ্টিষ্ট চার্চে আর্থিক অনুদান, ৩ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ও ৭ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান এবং লাচারীপাড়া বিওপি এলাকার যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও, জোনের দায়িত্বপূর্ণ তৈচালাপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নজিরটিলা এলাকায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়।
স্থানীয় জনসাধারণ রামগড় জোন কর্তৃক মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও বিজিবি কর্তৃক এমন সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

জোন অধিনায়ক জানিয়েছেন, রামগড় বিজিবি জোন কর্তৃক গরীব ও দুঃস্থ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন আওতাধীন এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি জনসাধারনের আর্থ-সামাজিক উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবির রামগড় জোন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।