সাজেক ভ্যালিতে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ৭০টি রিসোর্ট

নিউজ ডেস্ক
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
তিনি বলেন, আগুনে প্রায় ৬০ থেকে ৭০ টি রিসোর্ট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দুপুর পৌনে ১টার দিকে ইকো ভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে সাজেক অবকাশ রিসোর্টসহ বাকিগুলোতে ধরে যায়। খবর পেয়ে সেনাবাহিনীসহ স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।
ফায়ার সার্ভিস জানায়, সাজেকে কোনো ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের ১টি ইউনিট ২টা ৪০ থেকে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। পরে মাটিরাঙ্গা স্টেশনের ২টি, লংগদু স্টেশনের ২টি, পানছড়ি ফায়ার স্টেশনের ২টি, খাগড়াছড়ি সদরের ১টি, রামগড় হতে ১টি এবং লক্ষীছড়ি ফায়ার স্টেশন হতে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। দুর্গম রাস্তা হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগে। দুর্ঘটনাস্থলে পানিরও সংকট আছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।