চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাকারবারি আটক
 
                 
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে জিহাদ শেখ (২১) নামে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত জিহাদ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইশত বিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালায় টহলদল। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কিরণগঞ্জ সীমান্তে জমিনপুর নামক স্থানে চোরাই পণ্য হস্তান্তর করার সময় তাকে আটক করা হয়। এসময় সুজন নামে এক বাংলাদেশি চোরাকারবারি পালিয়ে যায়।
লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, চোরাচালানের উদ্দেশ্য ভারত থেকে জিহাদ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
