ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো পাকিস্তান সমর্থকের দোকান!

ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো পাকিস্তান সমর্থকের দোকান!

ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো পাকিস্তান সমর্থকের দোকান!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানকে সমর্থন করার দায়ে এবার বিজেপিশাসিত মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে প্রশাসনিক রোষে পড়লেন এক ব্যবসায়ী।

মালওয়াঁ পুরসভার বাসিন্দা কিতাবউল্লা হামিদুল্লা খান নামে ওই ৩৮ বছরের ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যদের মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁর দোকানটিও!

সিন্ধুদুর্গের বিজেপি বিধায়ক নীলেশ রানের অভিযোগের ভিত্তিতেই মালওয়াঁ পুরসভা এবং পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্রে নীলেশ নিজেই সামাজিক মাধ্যমে কিতাবউল্লার দোকানে বুলডোজার চালানোর ছবি ও ভিডিও পোস্ট করেছেন।

পুরনো জিনিসপত্র কেনাবেচার কারবারি কিতাবউল্লা রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেন বলে অভিযোগ।

এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা বিষয়টি নিয়ে মালওয়াঁ থানায় অভিযোগও জানান। খবর দেওয়া হয় স্থানীয় বিধায়ক নীলেশকেও। আর তার পরেই সক্রিয় হয় পুলিশ-প্রশাসন। গত নভেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কোনও ব্যক্তি অপরাধী হলেও তাঁর সম্পত্তিতে বুলডোজার চালাতে পারে না পুলিশ-প্রশাসন। এ ক্ষেত্রে সেই নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।