লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৫ মার্চ ) গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী এলাকায় আঞ্চলিক সন্ত্রাসীদের সহযোগিতায় একদল চোরাকারবারী বন থেকে অবৈধ কাঠ কেটে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জানতে পেরে রাজনগর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৬ সিএফটি সেগুন কাঠ জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, চলতি বছরে রাজনগর ব্যাটালিয়ন ২১টি সফল অভিযানে মোট ১৪৩১.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৮০ হাজার টাকা।

রাজনগর জোনের অধিনায়ক বলেন, বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ বিপর্যয় রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। কিছু সন্ত্রাসী গোষ্ঠী এই অবৈধ কাঠ পাচারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে, যা অস্ত্র কেনাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়। বিজিবির কঠোর নজরদারির কারণে এসব চক্রের অপতৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।