রাঙামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র সদস্য আটক
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র এক সদস্যকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। গত ৭ অক্টোবর বিকেলে জেলা সদরের ভেদভেদি মোনতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেদভেদী যুব উন্নয়ন এলাকা থেকে রুপায়ন চাকমা নামের ঐ জেএসএস সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত রুপায়ন চাকমা (৪৮) জেলার ভেদভেদি মোনতলা এলাকার যতীন্দ্র লাল চাকমার ছেলে। সে জেএসএস (সন্তু)’র সশস্ত্র গ্রুপের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়।
এসময় তার কাছ থেকে ১টি মোটর সাইকেল, মোবাইল সেট ২ টি, ভোটার আইডি কার্ড ও ১ টি মানি ব্যাগ পাওয়া যায়।
পরবর্তীতে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় রুপায়ন চাকমাকে আটককৃত মালামালসহ রাঙামাটি কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
