নির্বাচন ঘিরে পাহাড়ে নিরাপত্তা জোরদার, রাজস্থলী–কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিশেষ টহল
![]()
নিউজ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য এলাকায় জনমনে স্বস্তি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙামাটির রাজস্থলী ও কাপ্তাই উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেনাবাহিনীর কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল কাদির শুভ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে পাহাড়ে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা আইনবিরোধী তৎপরতা যাতে সংঘটিত না হয়, সেজন্য সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে রাজস্থলী ও কাপ্তাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
জোন অধিনায়ক আরও জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে কোনো মহল যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পরিচয়পত্রবিহীন বহিরাগতদের ওপর বিশেষ নজরদারি রাখা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান, জোনের অপারেশন অফিসার মেজর আরেফিন, ক্যাপ্টেন বায়েজিদসহ রাজস্থলী ও কাপ্তাই উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের সংবেদনশীল এলাকায় নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর এই সক্রিয় ভূমিকা পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করছে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথে ইতিবাচক বার্তা দিচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।