আদিবাসী স্বীকৃতির দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা কর্তৃক আজ দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা এই স্মারকলিপিতে দাবি করা হয় যে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতীয় জনগোষ্ঠীকে “আদিবাসী” হিসেবে স্বীকৃতি দেওয়া একটি দেশবিরোধী ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র মোকাবিলায় “আদিবাসী” শব্দের ব্যবহারকারীদের আইনের আওতায় আনা প্রয়োজন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জতানভীর হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিন, লামা পৌর সভাপতি ইমদাদুল হক, ছাত্রী বিষয়ক সম্পাদক ব্রিষ্টি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা তাদের বক্তব্যে বলেন, উপজাতীয়রা যে “আত্মনিয়ন্ত্রণ অধিকার” দাবি করছে, তা ব্রিটিশদের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির (হিলট্রাক্টস ম্যানুয়াল) সাথেও সাংঘর্ষিক। কারণ, ব্রিটিশদের তৈরি এই শাসনবিধি জাতিসংঘের কোনো ঘোষণাপত্র নয় এবং এর কোনো আইনগত ভিত্তি নেই।
তারা আরও বলেন, যদি বাংলাদেশের উপজাতীয় জনগোষ্ঠীকে “আদিবাসী” স্বীকৃতি দেওয়া হয়, তবে তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিজস্ব আইন ও ভূমি ব্যবস্থাপনার দাবি তুলতে পারবে। ফলে, পার্বত্য চট্টগ্রামের চিহ্নিত কিছু উপজাতি “ঐতিহ্য ও প্রথাগত অধিকারের” দোহাই দিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামের ভূমির মালিকানা দাবি করতে পারে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক।
এছাড়া, পার্বত্য চট্টগ্রামের কিছু উপজাতীয় গোষ্ঠী সকল সামরিক স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। নেতারা বলেন, এটি রাষ্ট্রীয় ভূখণ্ড বিভাজনের ষড়যন্ত্রের অংশ। যদি সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয়, তাহলে পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতার জন্য একটি চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি।
নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে একাধিক সশস্ত্র উপজাতীয় গোষ্ঠী রয়েছে, যারা নিয়মিত বাংলাদেশি বাঙালি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছে। তাদের “আদিবাসী” স্বীকৃতি প্রদান করলে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
সর্বশেষ, তারা সংবিধান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত তথাকথিত “আদিবাসী” শব্দের ব্যবহারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং ষড়যন্ত্রমূলকভাবে “আদিবাসী” শব্দের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।