গুইমারায় সেনা অভিযানে অস্ত্রসহ মগ পার্টির কালেক্টর আটক

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ মগ লিবারেশন পার্টির (এমএলপি) এক কালেক্টরকে আটক করা হয়েছে। মংচাচিং মার্মা (৪৫) নামে এই ব্যক্তি কথিত মগ লিবারেশন পার্টির একজন শীর্ষ নেতা হিসেবে পরিচিত।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি এলাকায় সিন্দুকছড়ি জোন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। রোববার (১৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়ূরখীল এলাকার কাছে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন ও মানিকছড়ি ক্যাম্পের সদস্যরা মংচাচিং মার্মাকে আটক করেন।
মংচাচিং মার্মা বান্দরবান জেলার সদর উপজেলার বাসিন্দা এবং মগ লিবারেশন পার্টির এক কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি (লোডেড গান), ২টি কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক মংচাচিং মার্মাকে পরবর্তীতে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।