বান্দরবানে আওয়ামীলীগ নেতা হত্যা মামলার দুই আসামী জামিনে মুক্ত
 
                 
নিউজ ডেস্ক
চলতি বছরের ২৫ মে বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগ নেতা চ থোয়াই মং মারমাকে গলা কেটে ও গুলি করে হত্যার ঘটনায় আটক দুই আসামী ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র কেন্দ্রীয় নেতা কে এস মং মারমা ও সাধারণ সম্পাদক ক্যবা মং মারমা জামিনে মুক্ত হয়েছে বলে জানা গেছে। সূত্র মতে, হাইকোর্ট থেকে জামিন লাভের পর গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তারা বান্দরবান জেলখানা থেকে মুক্তি পায়। এর আগে একই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে জেলখানা থেকে বের হলে গত ২রা সেপ্টেম্বর দুপুরে তাদের নামে থাকা অন্য একটি মামলায় জেল গেট থেকে তাদের পুনরায় আটক করে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ মে বুধবার রাতে একদল উপজাতি সশস্ত্র সন্ত্রাসী জেলা সদরের উজিমুখ পাড়ার খামার বাড়ি থেকে পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর চ থোয়াই মং মারমাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের তিন দিন পর গত ২৫ অক্টোবর শনিবার দুপুরে সদর উপজেলার কুহালং ইউনিয়নের জর্ডান পাড়ার কাছে শিলক খালের আগা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রকাশ্যে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও হরতাল পালনসহ তিন পার্বত্য জেলায় বিক্ষোভ করেছিল ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। এরপরপরই উক্ত হত্যা মামলার আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবামং মারমা, মৌজা হেডম্যান থৈহ্লা প্রু মারমা ও জর্ডান পাড়ার পাড়া প্রধান মংহলা ত্রিপুরাসহ ৫ জনকে আটক করে পুলিশ।
