রাঙামাটির রাজস্থলি থেকে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক অপহৃত হেডম্যানের লাশ উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
গত ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজস্থলির জিরো মাইল এলাকা থেকে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীপময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে গুলির চিহ্ন ছাড়াও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর দাগ রয়েছে বলে জানা গেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহাম্মেদ জানিয়েছেন ২৩ অক্টোবর বুধবার সকাল সাতটার দিকে জিরো মাইল এলাকা সংলগ্ন জঙ্গলের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় হেডম্যান দ্বীপময় তালুকদারের মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দ্বীপময় তালুকদারের পারিবারিক একটি সূত্র জানায়, ২২ অক্টোবর মঙ্গলবার দ্বীপময় তালুকদার অপহরণের পরপরই তার পরিবার থেকে স্থানীয় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র সাথে যোগাযোগ করা হলে সংগঠনটি দ্বীপময়কে অপহরণের বিষয়টি অস্বীকার করে। তবে এ ঘটনায় নিহত দ্বীপময় তালুকদারের পরিবারের পক্ষ হতে জেএসএসকে দায়ী করা হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেলে দ্বীপময় তালুকদারকে অপহরণের প্রতিবাদে রাজস্থলি বাজারে হেডম্যান-কার্বারী ও স্থানীয় জনসাধারন বিক্ষোভ মিছিল করেছিল। তার লাশ উদ্ধারের পর ফের বিক্ষোভ মিছিল করে হেডম্যান-কার্বারী, স্থানীয় জনসাধারন ও ব্যবসায়ীরা এ ঘটনায় জড়িত উপজাতি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজস্থলি বাজার বন্ধ রাখার ঘোষনা দিয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজস্থলির জিরো মাইল এলাকা থেকে ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীপময় তালুকদার (৪৫)কে কে অস্ত্রের মুখে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইসিবি’র মাধ্যমে রাজস্থলীর তাইতং পাড়া এলাকায় সড়কের কাজ তদারকির দায়িত্ব শেষে সঙ্গে আরো তিনজনকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে জিরো মাইল এলাকায় আসলে একদল উপজাতি অস্ত্রধারি পাহাড়ি সন্ত্রাসী তাদের গতিরোধ করে হেডম্যানকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। হেডম্যানকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলে সেসময় জানিয়েছিল স্থানীয়রা।
প্রসঙ্গত, সম্প্রতি বান্দরবানে বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতাকে অপহরণ, হত্যাসহ রুমা উপজেলায় দুই দফায় ছয় গ্রামবাসী ও তিন জীপ গাড়ির চালককে অপহরণ করে নিয়ে যায় উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা। এসব খুন ও অপহরণের ঘটনায় অপহৃত ও নিহতদের পরিবারের পক্ষ হতে প্রসীত পন্থি ইউপিডিএফ এবং সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকেই দায়ী করা হয়েছিল।
