লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির লংগদু উপজেলার শিজকমুখ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

বুধবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়নের অধীনস্থ শিজকমুখ বিজিবি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২০ সিএফটি সেগুন কাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, চলতি বছরে রাজনগর ব্যাটালিয়নের আওতাভুক্ত এলাকায় মোট ৩১টি অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসব অভিযানে মোট ২৮৫৯.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার ৪৬৫ টাকা।

রাজনগর ব্যাটালিয়নের জোন অধিনায়ক বলেন, “অবৈধ কাঠ কাটা ও চোরাচালানের মাধ্যমে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।