চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাশকতার ছক ভেস্তে দিল ৫৩ বিজিবি, ৪ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ
![]()
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বড় ধরনের নাশকতার আশঙ্কা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। ব্যাটালিয়নের বিশেষ অভিযানে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত চারটি বিদেশি অস্ত্র, ২৪ রাউন্ড গুলি এবং ৯টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, সম্প্রতি সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশে অস্ত্র প্রবেশ করিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের বহনকৃত একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। পরে বিজিবির টহল দল ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো চারটি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, দুষ্কৃতিকারীরা অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ এনে দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা চালানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতা রোধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সার্বক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে এবং সদস্যরা পেশাদারিত্ব ও দৃঢ় সংকল্পের সঙ্গে দায়িত্ব পালন করছে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও গোলাবারুদ পাচার ঠেকাতে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান স্থানীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।