ভেজাল শিশুখাদ্যের বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের অভিযান, স্বস্তিতে সিরাজগঞ্জবাসী

ভেজাল শিশুখাদ্যের বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের অভিযান, স্বস্তিতে সিরাজগঞ্জবাসী

ভেজাল শিশুখাদ্যের বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের অভিযান, স্বস্তিতে সিরাজগঞ্জবাসী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশে ও অননুমোদিত ফুড কালার ব্যবহার করে উৎপাদিত শিশুখাদ্য বন্ধে সিরাজগঞ্জ শহরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট ও অভিযানে স্বস্তি ফিরেছে জনমনে।

গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালীবাড়ি রোড ও মিরপুর ওয়াপদা এলাকায় আনোয়ারা বরফ মিল এবং মুন আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ ও ধ্বংস করা হয়, যা বাজারজাত করার প্রস্তুতি চলছিল। এ অপরাধে প্রতিষ্ঠান দুটি মোট ৬৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

এর আগের দিন খোকসাবাড়ি এলাকায় পরিচালিত আরেক অভিযানে একই ধরনের বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সূত্র জানায়, আসন্ন ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন কারখানায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাদ্য উৎপাদনের অভিযোগে এ অভিযান চালানো হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।