সিরাজগঞ্জে গরুর হাটে অতিরিক্ত ভাড়া আদায়, সেনা অভিযানে ৪৮ হাজার টাকা জব্দ

নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গরুর হাটে ইজারার নামে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে জেলার মালশা, সোহাগপুর, রতন কান্দি ও কয়রা হাটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযানে সেনাবাহিনীর সদস্যরা অতিরিক্ত টাকা আদায়কারীদের চিহ্নিত করে ভুক্তভোগী ১১৭ জন ক্রেতার কাছ থেকে আদায় করা মোট ৪৮ হাজার টাকা উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে ফেরত প্রদান করেন।
অভিযুক্ত ইজারাদারদের আটক করে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। অভিযানকালে প্রতিটি হাটে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
সেনাবাহিনী ও জেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগে হাটে স্বস্তি ও স্বাভাবিকতা ফিরে আসে। হাটে আগত বিক্রেতা ও ক্রেতারা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।