ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন জাতীয় কর্তৃপক্ষের ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৪তম সাধারণ সভা আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বাহিনী থেকে ৪৩ জন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এতে অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬-এর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। ২৩তম সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দিকগুলো সভার আলোচ্য ছিল।
সভায় তফসিলভুক্ত ও তফসিলবর্হিভূত রাসায়নিক দ্রব্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইন নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও রাসায়নিক দ্রব্য আমদানির ক্ষেত্রে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর (NSW) মাধ্যমে অনাপত্তিপত্র গ্রহণ প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

চট্টগ্রামসহ দেশের অন্যান্য বন্দরে দীর্ঘমেয়াদি রাসায়নিক দ্রব্য মজুত ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, রাসায়নিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোকে প্রস্তুতকরণ এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের জন্য আগামী অক্টোবরে আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।
রাসায়নিক দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর গঠিত কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (CDRT) সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একটি পরীক্ষাগারকে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (OPCW) মনোনীত ল্যাব হিসেবে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভা শেষে বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
