সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৫ জন আটক

সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৫ জন আটক

সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৫ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাভারে যৌথবাহিনীর অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের প্রধানসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে নগদ অর্থ, দেশীয় অস্ত্র ও সুইস গিয়ার চাকু জব্দ করা হয়েছে।

রবিবার (১৫ জুন) রাত থেকে শুরু করে টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে সোমবার (১৬ জুন) রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীন ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান। সঙ্গে ছিলেন মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম এবং সাভার থানা পুলিশের সদস্যরা।

আটককৃতরা হলেন—সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬), দুর্জয় (২৪) ও সমর (২৫)। চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল, ডেইরি গেট, সিএন্ডবি ও রোডিও কলোনি এলাকায় পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করছিল। তাদের মধ্যে সোহেল চক্রের মূলহোতা এবং একটি হত্যা মামলারও আসামি বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এসব এলাকায় ছিনতাই একটি নিয়মিত আতঙ্কে পরিণত হয়েছিল। অভিযানটি জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।