বিজিবির ‘চ্যালেঞ্জের মুখে’ পুশইন করা ব্যক্তিকে ফেরত নিতে বাধ্য হলো বিএসএফ

বিজিবির ‘চ্যালেঞ্জের মুখে’ পুশইন করা ব্যক্তিকে ফেরত নিতে বাধ্য হলো বিএসএফ

বিজিবির ‘চ্যালেঞ্জের মুখে’ পুশইন করা ব্যক্তিকে ফেরত নিতে বাধ্য হলো বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাট বিজিবির আওতাভুক্ত সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়েছে। এতে ব্যাটালিয় পর্যায়ের অধিনায়করা অংশ নেন। বৈঠকে বিজিবির চ্যালেঞ্জে বাংলাদেশে পুশইন করা ব্যক্তিকে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা।

মঙ্গলবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারি উপজেলার ভগবন্দর আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৬২ কাছে পতাকা বৈঠক হয়।

এতে ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম এবং ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট প্রভাত কুমার সিং অংশগ্রহণ করেন।

বিজিবি জানায়, একজন ব্যক্তিকে পুশইন করা হয়। পতাকা বৈঠকে বিজিবি অধিনায়ক বিএসএফকে জানান, পুশইন করা ব্যক্তি বাংলাদেশি নাগরিক নন। বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে বিএসএফ কর্তৃক সীমান্ত পিলার ৯৬২ দিয়ে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিজিবি টহলদল পুশইন রোধে উক্ত সীমান্ত এলাকায় কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।