রাজবাড়ীর বেলগাছিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার

রাজবাড়ীর বেলগাছিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার

রাজবাড়ীর বেলগাছিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজবাড়ী জেলার বেলগাছি এলাকায় সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলগাছি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে গোলাম কিবরিয়া ওরফে বাবলু নামের এক ব্যক্তিকে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি ১২ বোর এসবিবিএল বন্দুক এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বেলগাছি বাজার এলাকায় জনসমক্ষে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আলামত রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট। একইসঙ্গে অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে যেকোনো তথ্য সংশ্লিষ্ট সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।