টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল (ওয়ান শুটার গান), ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি ৬০ মিলিমিটার মর্টার শেল, ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ২টি বডিসেট ফিউজ এবং ৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন সীমান্তে টহল জোরদার করে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হোয়াইক্যং বিওপি’র নায়েক নুর হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বিলাসীর দ্বীপ এলাকায় জঙ্গলের ভেতর চিরুনি অভিযান চালায়। অভিযানে একটি সাদা ব্যাগে মোড়ানো অবস্থায় এসব বিপজ্জনক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে কোনো চোরাকারবারি বা সংশ্লিষ্ট অপরাধীকে আটক করা সম্ভব হয়নি। তবে অস্ত্র চোরাচালানে জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। মর্টার শেল ও গ্রেনেড ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি’র এ সফল অভিযান এলাকায় চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।