বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ, সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা
 
                 
নিউজ ডেস্ক
বগুড়া সদর উপজেলার রাজাবাজার এলাকায় আজ সকাল ১০টা থেকে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এবং বগুড়া সদর সেনা ক্যাম্পের লেঃ ফাহাদের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে একাধিক দোকান ও একটি গুদামে ভেজাল মসলা এবং শুকনো ফল রাখার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ২,৬০০ কেজি ভেজাল পণ্য জব্দ করা হয়। বিশেষ করে এক দোকানে হলুদ মসলা প্রস্তুতের সময় কৃত্রিম রং মিশিয়ে তা অতিরিক্ত রঙিন করার প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গুদাম ও দোকান মালিকদের বিরুদ্ধে মোট সাড়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দকৃত সব ভেজাল দ্রব্য ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়।
অভিযান চলাকালে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা যায় এবং তারা এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানান। এলাকাবাসী মনে করছেন, এ ধরনের অভিযানে ভেজালবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের সম্মিলিত অভিযান জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
