বান্দরবানে পুলিশের অভিযানে দেশীয় তৈরি ৩টি বন্দুক উদ্ধার

বান্দরবানে পুলিশের অভিযানে দেশীয় তৈরি ৩টি বন্দুক উদ্ধার

বান্দরবানে পুলিশের অভিযানে দেশীয় তৈরি ৩টি বন্দুক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যাক্ত অবস্থায় তিনটি দেশীয় তৈরি গাধা বন্ধুক উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ইউপির কুরখং এলাকার পাহাড়ের ঢালু থেকে এই সব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেমুছড়ি ইউপির কুরুখং এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এসময় পাকা রাস্তা দক্ষিন পাহাড়ের ঢালুতে সাদা প্লাস্টিক মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় ৩টি দেশীয় তৈরি গাধা বন্দুক উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জিনিয়া চাকমা বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো থানা হেফাজতে রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।