বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বেলেন, ‘দেশে দুটি জিনিস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি মাদক।’

মাদক নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত ও মিয়ানমার থেকে দেশে ফেনসিডিল ও ইয়াবা ঢুকছে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘বাংলাদেশে পাচারে জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা বাংলাদেশে ঢোকে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।