বালাকোট অভিযানে নেতৃত্বদানকারী পাকিস্তানী মেজর মুইজ টিটিপির হাতে নিহত

বালাকোট অভিযানে নেতৃত্বদানকারী পাকিস্তানী মেজর মুইজ টিটিপির হাতে নিহত

বালাকোট অভিযানে নেতৃত্বদানকারী পাকিস্তানী মেজর মুইজ টিটিপির হাতে নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০১৯ সালের আলোচিত বালাকোট আকাশযুদ্ধে ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্থমানকে আটককারী পাকিস্তানি স্পেশাল ফোর্সের কর্মকর্তা মেজর সৈয়দ মুইজ এবার তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর হাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি নির্ভরযোগ্য সূত্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ শাখা স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) ৬ নম্বর কমান্ডো ব্যাটালিয়নের সদস্য মেজর মুইজ খাইবার পাখতুনখাওয়ার সারারোগাহা অঞ্চলে টিটিপির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। ইতোমধ্যেই পাকিস্তানি তালিবান এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জবাবে ভারত বালাকোটে বিমান হামলা চালায়। পরদিন ২৭ ফেব্রুয়ারি পাক-ভারত আকাশযুদ্ধে ভারতীয় বৈমানিক উইং কমান্ডার (বর্তমানে গ্রুপ ক্যাপ্টেন) অভিনন্দন বর্থমানের মিগ-২১ যুদ্ধবিমান পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে আটক করে পাকিস্তানি সেনাবাহিনী। সেই অভিযানে নেতৃত্বে ছিলেন মেজর মুইজ। অভিনন্দন বার্থমান প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানে আটক থাকার পর আন্তর্জাতিক চাপে মুক্তি পান। পরে ভারত সরকার তাকে ‘বীর চক্র’ সম্মানে ভূষিত করে এবং গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত করে।

উল্লেখ্য, টিটিপি বর্তমানে পাকিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত। দলটি আফগান সীমান্তবর্তী অঞ্চলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে এবং একাধিক সেনা ও আধা-সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।