কুষ্টিয়ায় যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার

কুষ্টিয়ায় যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার

কুষ্টিয়ায় যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযানে অস্ত্র ও মাদকসহ পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১টি ৯ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যেকোন অপরাধ বা সন্ত্রাসমূলক তৎপরতার তথ্য সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য জনগণের সহযোগিতা কামনা করেছে।

প্রসঙ্গত, দেশব্যাপী চলমান সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই ধরনের অভিযানে ইতোমধ্যে অনেক অপরাধচক্রের কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।