রামগড়ে ইউপিডিএফের সন্ত্রাসী তৎপরতা, চাঁদা না পেয়ে নির্মান শ্রমিক অপহরণের চেষ্টা

রামগড়ে ইউপিডিএফের সন্ত্রাসী তৎপরতা, চাঁদা না পেয়ে নির্মান শ্রমিক অপহরণের চেষ্টা

রামগড়ে ইউপিডিএফের সন্ত্রাসী তৎপরতা, চাঁদা না পেয়ে নির্মান শ্রমিক অপহরণের চেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের চাঁদাবাজ ও সশস্ত্র সংগঠন ইউপিডিএফ আবারও তাদের সন্ত্রাসী চেহারা উন্মোচন করেছে। খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইআগা এলাকায় একটি সরকারি সড়ক নির্মাণ প্রকল্পে চাঁদা না দেওয়ায় গতকাল বুধবার শ্রমিক অপহরণের চেষ্টা করেছে সংগঠনটির সশস্ত্র সদস্যরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মো. নুরুল হোসেন নুরু জানান, ইউপিডিএফ সদস্যরা তাদের নিকট চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার দুপুর ২টার দিকে দুইজন সশস্ত্র ইউপিডিএফ সদস্য মোটরসাইকেলে এসে কর্মরত শ্রমিক মো. জহিরকে পাশের ঝোপে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পরে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

তবে উপস্থিত অন্যান্য শ্রমিক ও স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা ইট-পাটকেল ও ধাওয়ার মুখে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঠিকাদার নুরু আরও জানান—এ ঘটনার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাহাড়ি ও বাঙ্গালি গ্রামবাসীরা একযোগে জানিয়েছেন, তারা উন্নয়ন কাজের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বাধা বরদাশত করবে না এবং ইউপিডিএফের যেকোনো সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে প্রস্তুত।

ঘটনার পরপরই বিজিবি টহলদল এলাকা পরিদর্শনে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। ঘটনার পর থেকে স্থানীয়দের নিরাপত্তায় বিজিবি ওই এলাকায় টহল কার্যক্রম ও নজরদারি বাড়িয়েছে।

প্রসঙ্গত, ইউপিডিএফ দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছে। তাদের এই কর্মকাণ্ড শুধুমাত্র উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত করছে না, বরং সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।