বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে সদ্য গঠিত বান্দরবান জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন
 
                 
নিউজ ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন গত ২৫ নভেম্বর গঠিত বান্দরবান জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত সভাপতি ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।
এ সময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, পিএস ইয়াছিন করিম, বান্দরবান পৌর মেয়রের একান্ত সহকারি আশুতোষ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি হিসেবে ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইসলাম বেবীর নাম ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
