ছাত্রত্ব বহাল রোহিঙ্গা তরুনী রহিমা আক্তারের, ক্লাসে নিয়মিত হওয়ার নির্দেশ - Southeast Asia Journal

ছাত্রত্ব বহাল রোহিঙ্গা তরুনী রহিমা আক্তারের, ক্লাসে নিয়মিত হওয়ার নির্দেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিক অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ছাত্রত্ব সাময়িক ভাবে স্থগিত করা রোহিঙ্গা তরুনী রহিমা আক্তার খুশির ছাত্রত্ব বহাল করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইউ)।

সম্প্রতি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সূত্রে জানান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার এর নাগরিকত্ব নিয়ে বিভিন্ন পত্রিকার মাধ্যমে অভিযোগ উত্থাপিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নাগরিকত্ব ও অন্যান্য কাগজপত্র যাচাই বাচাই করার জন্য তিন সদস্য বিশিষ্টু একটি তদন্ত কমিটি গঠন করেন এবং রহিমা আক্তারের ছাত্রত্ব সাময়িক স্থগিত করেন। ওই কমিটি রহিমা আক্তারের শিক্ষাগত সনদ এবং জন্ম সনদ যাচাইবাচাই করেন। দাখিলকৃত তথ্যাদি সত্যতা নিরূপন হওয়ায় সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এবং আরআরআরসি’র নির্দেশনায় রহিমা আক্তার এর ছাত্রত্ব কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বহাল রাখা হয়। রহিমা আক্তারকে ক্লাশ এবং পরীক্ষায় নিয়মিত হওয়ার জন্যও প্রশাসনিক আদেশ জারী করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইউ) কর্তৃপক্ষ।

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গত ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাবা-মায়ের সাথে বাংলাদেশে পালিয়ে আসেন রহিমা আক্তার খুশি। এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইউ) শিক্ষার্থী রহিমা আক্তার খুশিকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক স্থগিত করা হয়

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে গত ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাবা-মায়ের সাথে বাংলাদেশে পালিয়ে আসার অভিযোগ এনে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে তদন্ত করে তার ছাত্রত্ব স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

You may have missed