পরিবেশ রক্ষায় বিমান বাহিনীর ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫’ উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫’ উদ্বোধন করেছে।
ঢাকার তেজগাঁওয়ে বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে এই কর্মসূচীর শুভ সূচনা করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এ সময় তিনি একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কর্মসূচীর প্রতিপাদ্য ছিল “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাঁরাও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের পরিবেশ সংরক্ষণে তাঁদের এই উদ্যোগ শুধু সদর দপ্তরেই সীমাবদ্ধ নয়। বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটেও সমানভাবে এই কর্মসূচী পালিত হচ্ছে। এর আওতায় ফলজ, বনজ ও ঔষধিগুণসম্পন্ন গাছের চারা রোপণ করা হচ্ছে, যাতে পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণেরও উপকার হয়।
প্রসঙ্গত, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এ ধরনের উদ্যোগগুলো দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।