রাজধানীর যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকায় গতকাল রাতে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, ১১ রাউন্ড গুলি এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘আল-আমিন গ্রুপ’ নামক কুখ্যাত সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য আনিস ও হোসেন। এ দলটি দীর্ঘদিন ধরে মীরহাজিরবাগ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এলাকাবাসীর অভিযোগ, এদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস করত না।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এবং তাৎক্ষণিকভাবে অভিযান সফল হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। একইসঙ্গে অপরাধ দমনে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের নিকটস্থ সেনা ক্যাম্পে বা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, মাদক ও অস্ত্রের প্রবাহ ঠেকাতে দেশের শহরাঞ্চলেও সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।