পানছড়িতে পিকআপভর্তি চোরাচালানের মালামালসহ ৫ উপজাতি চোরাকারবারি আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কলোনীপাড়া এলাকায় চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি যাত্রীবাহী পিকআপ থেকে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুর তিনটার দিকে নিয়মিত টহলকালে এএসআই ফারুক ও তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন খাগড়াছড়ি জেলা সদরের শুনিতি ময় চাকমা (৪৫), রুকি তালুকদার (৪২), মহালছড়ি উপজেলার রিংকু চাকমা (৪০), সুজদা চাকমা (৩৫) ও রুপনা চাকমা (৪৪)। তাদের কাছ থেকে ভারতীয় তৈরি বিপুল পরিমাণ প্রসাধনী, কসমেটিকস, চা-পাতা, গুড়োদুধ, সাবান, শ্যাম্পু, ছাতা ও ব্যাগসহ নানা পণ্য জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সীমান্তবর্তী রত্নগিরি এলাকায় অরন্য কুটিরের ঢালাই কাজে স্বেচ্ছাশ্রমে বিভিন্ন উপজেলার লোকজন সমবেত হন। সেই ভিড়ের সুযোগে অসাধু একটি চক্র চোরাচালানের মালামাল পরিবহনের চেষ্টা করছিল।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে উচ্চ আদালতের আদেশক্রমে খাগড়াছড়িতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, পানছড়ি সীমান্ত অঞ্চলটি চোরাচালানকারীদের জন্য দীর্ঘদিন ধরেই একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। নিয়মিত অভিযান না হলে এ ধরনের অপরাধের প্রবণতা আরও বাড়তে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।