পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি গঠিত: সভাপতি তারেক, সম্পাদক মাসুদ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত আংশিক কমিটিতে মো. তারেক মনোয়ারকে সভাপতি এবং মো. মাসুদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২ জুলাই (বুধবার) রাতে পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস এবং সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
পিসিসিপির কেন্দ্রীয় মিডিয়া উইং জানায়, “পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার। প্রায় ৪০ হাজার বাঙালিকে গুচ্ছগ্রামে বন্দি রেখে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, শিক্ষা-স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে তারা।”
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, “শিক্ষা ক্ষেত্রে উপজাতি সম্প্রদায়ের একটি অংশ পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিশেষ সুযোগ সুবিধা পেলেও পাহাড়ের বাঙালিরা একইভাবে অবহেলিত থেকে যাচ্ছে। অথচ বাস্তবতা হলো, আজ বাঙালিরাই উপজাতিদের তুলনায় আরও বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।”
পিসিসিপির মতে, “জনসংখ্যা অনুপাতে বাঙালি ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত কোটাসহ সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা-অবকাঠামোর সমতাভিত্তিক উন্নয়ন এবং জাতিগত বৈষম্য রোধে পিসিসিপির কার্যকর ভূমিকা রয়েছে।”
নবগঠিত বিশ্ববিদ্যালয় কমিটি ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত জাতীয় নিরাপত্তা ও সংহতিবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধেও সক্রিয় ভূমিকা রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, পিসিসিপি একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন হিসেবে পার্বত্য বাঙালিদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে তাদের সাংগঠনিক উপস্থিতি ক্রমশ বিস্তৃত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।