মিরপুরে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

মিরপুরে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

মিরপুরে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার আনন্দবাজারে যৌথ বাহিনীর অভিযানে মো. আতিকুর রহমান (৩৫) নামে এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি অবৈধ অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

মিরপুরে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, রাজধানীতে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোন অপরাধমূলক তৎপরতা দমনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহজনক বা অপরাধ সংশ্লিষ্ট তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।