সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা: সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে, আটক ৩

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা: সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে, আটক ৩

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা: সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে, আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জ জেলার হোসেনপুর ইউনিয়নের একডালা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে সন্ধ্যা সাতটার দিকে সংঘর্ষ চরমে পৌঁছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘর্ষে জড়িত তিনজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী এবং পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, সেনাবাহিনীর দ্রুত ও দক্ষ হস্তক্ষেপেই এই সহিংসতা আরও বড় কোনো বিপর্যয়ে রূপ নিতে পারেনি। সংঘর্ষের সময় সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং এলাকা শান্ত রাখার ক্ষেত্রে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এই তৎপরতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।